Home Head Line আসসলামু আলাইকুম, ডক্টরস টিভিতে আপনাদেরকে স্বাগতম। আমরাই প্রচলিত ধারার গন্ডি পেরিয়ে সম্প্রচার করছি চিকিৎসা বিষয়ক টিভি চ্যানেল “ডক্টরস টিভি”। আমাদের ভাবনাটা একটু ভিন্ন ও বেশ বহুমাত্রিক, তাই ডক্টরস টিভিকে সাজিয়েছি আধুনিক তরঙ্গ সজ্জায়। চিকিৎসা সেবার এই বিশাল ক্যানভাসে আমরাই প্রথম ভাবছি “ডক্টরস টিভি”শুধু ডাক্তারদেরকে সাথে রাখবে, সাথে থাকবে এবং এক সাথে এগিয়ে যাবে। ডাক্তার ও রোগীদের সেতুবন্ধনে আপনাদের পরার্মশ ও সহযোগিতা কামনা করছি । “ডক্টরস টিভি“ টাচ অব কেয়ার। Health Newsসুধী, শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা নিবেন।আপনি জেনে আনন্দিত হবেন যে, প্রচলিত ধারার গন্ডি পেরিয়ে মননে, সৃজনে, নন্দনে সম্প্রচার করেছি- চিকিৎসা বিষয়ক টিভি চ্যানেল ডক্টরস টিভি । এই প্রয়াসে আমরা ডক্টরস টিভি কে সাজিয়েছি ভিন্ন থেকে ভিন্নতর আঙ্গীকে ও আধুনিক তরঙ্গ সজ্জায় ।আকাশ সংস্কৃতিকে আমরা ধারণ করেছি অতলন্ত শ্রদ্ধায়। কেননা আমাদের এই পদযাত্রায় ডক্টরস টিভি সম্প্রচার চলছে সমগ্র বাংলাদেশে এবং এশিয়া, ইউরোপসহ বিশে^র অধিকাংশ দেশের বাংলাভাষাভাষী অঞ্চল গুলোতে । আমাদের এই স্বপ্নযাত্রায় ডক্টরস টিভি শুধু হাসপাতালের গন্ডিতে সীমাবদ্ধ থাকেনি । পারিবারিক চিকিৎসা সংস্কৃতি, কর্পোরেট স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম বাংলার কৃষক, সাধারণ মানুষ এবং বাংলাদেশের গৌরব মুক্তিযোদ্ধা, যুব ও নারীদের মাঝে প্রিয় ডাক্তারদেরকে সাথে নিয়ে চিকিৎসা সংস্কৃতি ও স্বাস্থ্য সচেতনতা মূলক টক শো, প্রামাণ্যচিত্র ও প্রামাণ্য প্রতিবেদন বিন্যন্ত করতে চায় ডক্টরস টিভি । মানব সেবার অনিবার্য ও অন্যতম বিষয় হলো চিকিৎসা । আপনি জেনে খুশি হবেন যে, আপনার প্রিয় চিকিৎসা বিষয়ক টিভি চ্যানেল ডক্টরস টিভি তার বিন্যাসে আপনাকে সঙ্গী করে সঙ্গে নিয়ে যেতে চায় মানব সেবার চিকিৎসা বিষয়ক সকল মাধ্যম গুলোতে। আমাদের ভাবনাটা একটু ভিন্ন ও বেশ বহুমাত্রিক। মানব সেবার মহান কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছেন ডাক্তাররাই। চিকিৎসা সেবার এই বিশাল ক্যানভাসে আমরাই প্রথম ভাবছি ডক্টরস টিভি শুধু ডাক্তারদেরকে সাথে রাখবে, সাথে থাকবে এবং এক সাথে এগিয়ে যাবে ডাক্তার ও রোগীদের সেতুবন্ধনে। ডক্টরস টিভি ডাক্তার ও রোগীদের সমন্বিত যোগবন্ধনে আমরা সবাই উপকৃত হবো । এই পরিপূর্নতা থেকে জন্ম হবে আমাদের সময়ের শুদ্ধ চিকিৎসা চিন্তার আরও একটি অভিমুখ। সারাদেশে জেলা-উপজেলায়, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ের সম্মানিত ডাক্তারদেরকে ডক্টরস টিভি এর সহযোদ্ধা হিসাবে সঙ্গী করে নিতে পারলে-সেটাই হবে ডক্টরস টিভির অনেক বড় অর্জন এবং হতে পারে ডক্টরস টিভির মাধ্যমে ডাক্তার ও রোগীদের মধ্যে একটি সেতুবন্ধন। ডক্টরস টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনার তথ্য ভিক্তিক মুল্যবান আলোচনায় সাধারণ মানুষ স্বাস্থ্য সেবায় উপকৃত হবে । এই সহযোগিতার বাতাবিন্যাসটি কেমন হবে, তা আপনার সুপরার্মশে ডক্টরস টিভির স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ডক্টরস টিভির আলোচনা অনুষ্ঠানে আপনার অংশ গ্রহন প্রত্যাশা করছি । আপনার সহযোগিতা ও সুপরার্মশ একান্ত কাম্য , ধন্যবাদ । Head Office : 10/2 Purana Paltan Lane 4th Floor, Dhaka 1000 Mobile : +880.1711177751, Email : doctorstvofficial@gmail.com